ঢাকা, সোমবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় অস্ত্র ব্যবসায়ী আটক‍

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
আশুলিয়ায় অস্ত্র ব্যবসায়ী আটক‍

আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আব্দুর রহিম নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করছে পুলিশ।

আশুলিয়া, সাভার: আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আব্দুর রহিম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করছে পুলিশ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আব্দ‍ুর রহিম রাজবাড়ী জেলার রাজজয়পুরা এলাকার আব্দুল সাত্তারের ছেলে।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পবনারটেক এলাকায় অভিযান চালানো হয়। এসময় বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিনসহ রহিমকে আটক করা হয়।

আব্দুর রহিমের নামে আশুলিয়া থানাসহ কয়েকটি থানায় অস্ত্র মামলা রয়েছে। তাকে নিয়ে আরও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।