ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ১৫ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
আশুলিয়ায় ১৫ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন-শরীফুজ্জামান ফাহিম

আশুলিয়া, সাভার: আশুলিয়া বাজার এলাকায় তিতাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় ১৫ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল থেকে সাভার তিতাসের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমানের নেতৃতে আশুলিয়ার বাজার ল্যান্ডমার্ক এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় তিনি জানান, অত্র এলাকায় প্রায় ২০-২৫ হাজার বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে।

এসব সংযোগ বিছিন্ন করে পাইপ তুলে ফেলা হয়েছে।

এছাড়া বিভিন্ন এলাকায় আরও অবৈধ গ্যাস সংযোগের অনেক তথ্য রয়েছে পর্যায়ক্রমে সেখানে অভিযান চালানো হবে বলেও তিনি জানান। পাশাপাশি অবৈধ সংযোগের দালাল চক্রের সদস্যদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।