ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে পথশিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
গোপালগঞ্জে পথশিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে পথশিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রায় তিন শতাধিক পথশিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রায় তিন শতাধিক পথশিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মান্দারতলার স্বপ্নের ঠিকানা আশ্রয় প্রকল্পে পথশিশু নিকেতন প্রাঙ্গণে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।



সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের ছেলে ও বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

এ সময় বক্তব্য রাখেন- সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম বি সাইফ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমাণ্য ব্যক্তি ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর হাতে বই, কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ কর‍া হয়।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।