ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

অজ্ঞাত ২ যুবক বেড়িবাঁধে বন্দুকযুদ্ধে নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
অজ্ঞাত ২ যুবক বেড়িবাঁধে বন্দুকযুদ্ধে নিহত

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত শেষরাতের দিকে এই ঘটনা ঘটে। রাতে মোহাম্মদপুর থানা গুলি বিনিময়ের কথা স্বীকার করলেও তাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি।

তবে শেষ রাতে অজ্ঞাত পরিচয় আনুমানিক ২৮ ও ৩২ বছর বয়সের দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ডিবি পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে লিপ্ত হলে ওই দুই যুবক নিহত হয়।

পরে মোহাম্মদপুদ থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে মেডিকেলে পাঠায়।

এর আগে রাতে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক দেবাশীষ মোদক বাংলানিউজকে টেলিফোনে বলেছিলেন, বেড়িবাঁধে গুলি বিনিময় হয়েছে। গুলির শব্দ পেয়ে সেখানে ফোর্স পাঠান। তখনো অভিযানের সব তথ্য থানায় পৌঁছায়নি।

বেড়িবাঁধে বন্দুকযুদ্ধে নিহত ২!

বাংলাদেশ সময় ০৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।