ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
রাজধানীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর কদমতলীতে পানিতে ডুবে মো. জাহাঙ্গীর (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক বেলা আড়াইটায় মৃত ঘোষণা করেন।

মৃত জাহাঙ্গীরের স্ত্রী রুমা বাংলানিউজকে জানান, কদমতলীর মুনশীবাগ খালেক রোড এলাকায় একটি বিলে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তার স্বামী অনেকদিন ধরে মৃগী রোগে আক্রান্ত। জাহাঙ্গীর পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

জাহাঙ্গীর বরগুনার জেলার আমতলী উপজেলার আফতারের মিয়ার ছেলে। বর্তমানে কদমতলীর মুনশিবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এজেডএস/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।