ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উত্তরায় হকিস্টিকের আঘাতে স্কুলশিক্ষার্থী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
উত্তরায় হকিস্টিকের আঘাতে স্কুলশিক্ষার্থী নিহত

ঢাকা: রাজধানীর উত্তরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হকিস্টিকের আঘাতে আদনান (১৫) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

আদনান উত্তরা ১২ নম্বর সেক্টরে থাকতো এবং ওই এলাকার একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বাংলানিউজকে জানান, হকিস্টিকে জখম হওয়ার পরপরই স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় আদনানকে।

তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এজেডএস/ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।