ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইসলামপুরে ট্রেন-রোলার ট্রাক সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
ইসলামপুরে ট্রেন-রোলার ট্রাক সংঘর্ষ ইসলামপুরে ট্রেন-রোলার ট্রাক সংঘর্ষ

জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় তিস্তা ট্রেন ও রোলার ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের ইঞ্জিন বগি  ও ট্রাক ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।

শনিবার (০৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই-আলম বাংলানিউজকে জানান, দুপুরে ইসলামপুর পৌর গোরস্থান মোড়ে অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল দেওয়ানগঞ্জগামী ট্রেন তিস্তা।

এসময় ট্রেনটির ইঞ্জিন বগির সঙ্গে রেললাইনের ওপরে চলে আসা একটি রোলার ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে রোলার ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ‍এবং ট্রেনের ইঞ্জিন বগির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।