ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে রড চুরির দায়ে আটক ৪

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
রূপগঞ্জে রড চুরির দায়ে আটক ৪

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রড চুরির দায়ে চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ভুলতা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- নাটোরের বড়াইগ্রাম থানার ভবানিপুর এলাকার আবুল খায়েরের ছেলে আসাদ, ভোলা জেলার সদর উপজেলার গঙ্গাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে সানাউদ্দিন, ফরিদপুর জেলার সালথা থানার মাজারদি এলাকার ইয়ানুছের ছেলে হানিফ ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আলী মিয়ার ছেলে মোহন।

ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) হোসাইন বাংলানিউজকে জানান, ভোরে ভুলতা এলাকার এ ওয়ান ফ্লোয়ার নামে একটি কারখানা থেকে ৭০ মণ রড চুরি করেন ওই চারজন। খবর পেয়ে পুলিশ দুপুরে ভুলতা এলাকা থেকে চুরি হওয়া রডসহ ওই চারজনকে আটক করে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এএসআই।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
বিএসকে/এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।