ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শার্শায় ৪০ বোতল ফেনসিডিলসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
শার্শায় ৪০ বোতল ফেনসিডিলসহ নারী আটক

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ যমুনা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ভারত সীমান্তবর্তী এলাকার শার্শার কাশিপুর সড়ক থেকে তাকে আটক করা হয়। যমুনা বেগম শার্শার কাশিপুর উত্তরপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী।

বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় বিজিবি সদস্যরা যমুনা বেগমকে দাড় করায়। পরে এক পর্যায়ে তার শিকারোক্তিতে শরীরে বেঁধে রাখা ৪০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

শার্শার কাশিপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুর রহিম বাংলানিউজকে জানান, আটক ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে পুলিশে সোর্পদের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এজেডএইচ/এজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।