ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে ভাইয়ের হাতে ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
নাটোরে ভাইয়ের হাতে ভাই খুন

নাটোর: নাটোর শহরের কানাইখালী এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাই জাহাঙ্গীর হোসেনের (৪০) হাতে ছোট ভাই জনি (৩০) খুন হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জাহাঙ্গীর ও জনি শহরের কানাইখালী এলাকার মরহুম সাবেদ আলীর ছেলে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, পারিবারিক বিরোধের জের ধরে সন্ধ্যায় জাহাঙ্গীর ও ছোট ভাই জনির মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি বাধলে জাহাঙ্গীরের কিল-ঘুষিতে জনি অসুস্থ হয়ে পড়েন।

এ অবস্থায় পরিবারের সদস্যরা জনিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেননি।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।