ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১১টি হরিণের চামড়াসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
১১টি হরিণের চামড়াসহ আটক ২

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ১১টি হরিণের চামড়াসহ দু’জনকে আটক করেছেন ৠাবের ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলেন- মো. মনিরুজ্জামান ও মোস্তাক আহমেদ।

এ সময় চামড়া বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রাখার অপরাধে মনিরুজ্জামানকে এক বছরের কারাদণ্ড ও মোস্তাককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (০৭ জানুয়ারি) ৠাব-১০ ও বন বিভাগের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃ্ত্ব দেন ৠাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম।

সরওয়ার আলম বাংলানিউজকে জানান, কদমতলীর মোহাম্মদবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ১১টি হরিণের চামড়াসহ তাদেরকে আটক করা হয়। তারা অন্যায়ভাবে সুন্দরবন থেকে হরিণ শিকার করে এর চামড়া বিক্রির উদ্দেশে সংরক্ষণ করছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
পিএম/এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।