ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে গৃহবধূর মৃত্যু, শ্বশুর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
রাজশাহীতে গৃহবধূর মৃত্যু, শ্বশুর আটক

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে আসায় শ্বশুর আবদুল মজিদকে আটক করেছে পুলিশ।

হরিয়ান এলাকার আসাদ আলীর মেয়ে নাজরিন আক্তার সুমিকে (২৫) যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে, দাবি তার পরিবারের সদস্যদের।

এর আগে শনিবার (৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে দেবর আকাশ ফোন করে সুমির বাড়িতে সংবাদ দেন, সুমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত গৃহবধূর ভাই সুমনের বরাত দিয়ে রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বাংলানিউজকে জানান, চার মাস আগে মতিহারের সাহাপুর এলাকার পশ্চিম পাড়ার পিটারের সঙ্গে সুমির বিয়ে হয়। এরপর থেকে দেড় লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলো তার শ্বশুর বাড়ির লোকজন।

এদিন (শনিবার) বিকেল ৪টার দিকে সুমি তার খালু সাইফুল ইসলাম মুকুলকে মোবাইলে ফোনে জানায় যৌতুকের দাবিতে শ্বশুর বাড়ির লোকজন তাকে চাপ দিচ্ছে। তাকে যেনো শিগগির নিয়ে আস‍া হয়।

এদিকে এ ঘটনার পর থেকে সুমির স্বামী লিটন ওরফে পিটার এবং বাড়ির অন্য সদস্যরা পলাতক রয়েছেন, জানান হুমায়ন কবীর।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এসএস/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।