ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শিক্ষার উন্নয়নে কাজ করছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শিক্ষার উন্নয়নে কাজ করছে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লন্ডনের বেন্টের মেয়র পারভেজ আহমেদের সৌজন্য সাক্ষাৎ (ছবি: পিআইডি)

ঢাকা: দেশে এখন স্থানীয় সরকারের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর পর্যাপ্ত ক্ষমতা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা শিক্ষার উন্নয়নেও কাজ করছে, গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

শনিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে লন্ডনের বেন্টের মেয়র পারভেজ আহমেদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্য, বঙ্গবন্ধুর নাতনি এবং শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক।

সাক্ষাৎ পরবর্তী বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়েছে। জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করার পাশাপাশি প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রতিষ্ঠানগুলো মুখ্য ভূমিকা পালন করে থাকে। দিন দিন যা আরও বাড়ছে।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত মেয়রকে স্বাগত জানিয়ে বলেন, ব্রিটেনে বাঙালিদের ব্রিটিশ রাজনীতিতে অংশগ্রহণ এবং তাদের অবস্থানে সন্তোষ প্রকাশ করছি। যুক্তরাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানে তারা কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশি তিন নারী যুক্তরাজ্য পার্লামেন্টে নির্বাচিত হওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাঙালি কন্যাদের ব্রিটিশ পার্লামেন্টে দেখে আমি গর্বিত।

ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা সমাধানে বেন্টের মেয়রকে সর্বোচ্চ চেষ্টা করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।