ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘জঙ্গিরা সুযোগ পেলেই ব্লগারদের ওপর হামলা চালাতে পারে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
‘জঙ্গিরা সুযোগ পেলেই ব্লগারদের ওপর হামলা চালাতে পারে’ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন

ঢাকা: জঙ্গিরা সুযোগ পেলেই ব্লগারদের ওপর হামলা চালাতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।  

রোববার (৮ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আব্দুল বাতেন বলেন, ফেব্রুয়ারি মাস (বইমেলা) আসলেই ব্লগাররা চলাফেরা শুরু করেন।

  মনে হয় তারা সারা বছরই এ সময়টার জন্য অপেক্ষা করেন। বইমেলা আসলে তারা লেখালেখিতে তৎপর হয়ে ওঠেন।

বইমেলাকে সামনে রেখে ব্লগারদের ওপর কোনো হুমকি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট কোনো হুমকি নেই, তবে আমাদের নিষ্ক্রীয় হয়ে বসে থাকার সুযোগ নেই। জঙ্গিরা সুযোগ পেলেই হামলা চালাতে পারে। তাই বইমেলাকে সামনে রেখে ধারাবাহিকভাবে আমাদের কাজ করে যেতে হবে।

ব্লগার হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ব্লগার হত্যা মামলার মধ্যে শুধুমাত্র জুলহাজ মান্নান ও মাহবুব তনয় হত্যাকাণ্ড ছাড়া সবকটি মামলাতেই আসামিদের গ্রেফতার করা হয়েছে।

তবে জুলহাজ ও তনয় হত্যায় জড়িতদের নাম জানা গেছে। এছাড়া  ব্লগার হত্যা মামলার অনেকগুলোতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নেওয়া হয়েছে বলে জানান আব্দুল বাতেন।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
পিএম/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।