ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিসেম্বরে খুলনায় ৭ খুন, ২৭০ মামলা

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
ডিসেম্বরে খুলনায় ৭ খুন, ২৭০ মামলা

খুলনা: সদ্য বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরে খুলনা জেলা ও মহানগরীর ১৭টি থানায় ৭টি খুনের ঘটনা ঘটেছে। বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ২৭০টি।

রোববার (০৮ জানুয়ারি) খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান।

সভায় আইন-শৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, খুলনা মহানগরীর আটটি থানায় ডিসেম্বরে খুন ৩টি, রাহাজানি ১টি,  চুরি ১২টি, অস্ত্র আইন ২টি, দ্রুত বিচার ৩টি, ধর্ষণ ১টি, নারীও শিশু নির্যাতন ১০টি, নারী ও শিশু পাচার ১টি, মাদকদ্রব্য ৬৬টি এবং অন্যান্য ৪০টিসহ মোট ১৩৯টি মামলা দায়ের হয়েছে। নভেম্বরে এ সংখ্যা ছিল ১৩৫টি।

জেলার নয়টি থানায় ডিসেম্বর মাসে খুন ৪টি, রাহাজানি ১টি, চুরি ৭টি, অস্ত্র আইনে ৪টি, ধর্ষণ ১টি, নারী ও শিশু নির্যাতন ৭টি, মাদকদ্রব্য ৪০টি এবং অন্যান্য আইনে ৬৭টিসহ মোট ১৩১টি মামলা দায়ের হয়েছে। গত নভেম্বরে এ সংখ্যা ছিল ১৪০টি।

সভায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহ থেকে ফুটপাত অবৈধ দখলমুক্ত করার অভিযান শুরু হবে। এছাড়া সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালের যানজট নিরসনে সেখানে অবৈধভাবে দখল জায়গা থেকে পাইকারি কাঁচা বাজার স্থানান্তর করা এবং নতুন কোনো খাসজমিতে এটি স্থাপনের সুযোগ করে দিতে জেলা প্রশাসনের সৃষ্টি আকর্ষণ করা হয়।

সম্প্রতি প্রায়ই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল নম্বর হ্যাক করে পরিচিত নম্বর থেকে ফোন করে টাকা চাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সভায় বিভিন্ন ব্যক্তি তাদের মোবাইলে ফোন করে টাকা চাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে এ বিষয়ে গণসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

ফুলতলায় সম্প্রতি ল্যাব থেকে একটি ল্যাপটপ চুরি হওয়ায় ভবিষ্যতে অন্যান্য ল্যাবগুলোর নিরাপত্তা নিশ্চিতে সুষ্ঠু তদন্তের আহ্বান জানানো হয়।

পাটকলগুলোতে যেন উৎপাদনের স্বাভাবিক পরিবেশ বজায় থাকে এবং শ্রমিক অসন্তোষ না হয় এজন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলে মহানগর পুলিশ জানিয়েছে।

খুলনা নগরীর রাস্তায় অসহনীয় যানজটসহ চলাচলে দুর্ভোগ সীমা অতিক্রম করেছে বলে বিভিন্ন জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সভাপতি রাস্তার কাজে ওয়াসা এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
           
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।