ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে নারী মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
সিরাজগঞ্জে নারী মাদক ব্যবসায়ী আটক মাদক ব্যবসায়ী রোকসানা বেগম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লা থেকে রোকসানা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

শনিবার (০৭ জানুয়ারি) দিনগত রাতে মাহমুদপুর মহল্লার ২নং গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রোকসানা বেগম ওই এলাকার নুরুল ইসলাম মোহনের স্ত্রী।

রোববার (০৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো. হাসিবুল আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব কমান্ডার জানান, শনিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রোকনসানার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৩ গ্রাম হেরোইন, ১শ ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
বিএসকে/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।