ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আশুলিয়া: আশুলিয়ার ঘোষবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় আনায়ারোল (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গোলাম রাব্বানী নামের আরেকজন আহত হয়েছেন।
 

সোমবার (০৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আনায়ারোল ও আহত গোলাম রাব্বানীর গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।

তারা আশুলিয়ায় বাসা ভাড়া থেকে উত্তরায় একটি গ্যারেজে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) কামাল হোসেন বাংলানিউজকে জানান, ভোরে আনায়ারোল ও রাব্বানী দু’জনে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত কোনো গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়েন। পেছন থেকে অপর একটি বাস আনায়ারোলকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিত্সক আনায়ারোলকে মৃত ঘোষণা করেন।  

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত রাব্বানী হাসপাতালে চিকিত্সাধীন।

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।