ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বুদু মনির নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
গাজীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বুদু মনির নিহত

গাজীপুর: গাজীপুরে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যাসহ একাধিক মামলার আসামি বুদু মনির (৩২) নিহত হয়েছেন।

রোববার (০৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে টিএন্ডটি কলোনীর সেগুন বাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ও সহকারী উপপরিদর্শক এএসআই মো. সাকলাইন আহত হন।

গাজীপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, নিহত বুদু মনির তার পরিবারের সঙ্গে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে থাকতেন। তার বাবা সিরাজ উদ্দিন কৃষি গবেষণা ইনস্টিটিউটে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বুদু মনিরসহ আরো কয়েকজন রোববার দিবাগত রাতে টিএন্ডটি কলোনীর সেগুন বাগান এলাকায় অপরাধমূলক কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম এখানে অভিযান চালায়। এসময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। পরে পুলিশ জীবন বাঁচাতে পাল্টা গুলি চাল‍ালে একপর্যায়ে বুদু মনির গুলিবিদ্ধ হন।

এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও ধাওয়া দিয়ে বুদু মনির ও তার সহযোগী আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে গুলিবিদ্ধ বুদুকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেল কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বুদু মনিরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ জয়দেবপুর থানায় ১০-১৫টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
আরএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।