ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
গাজীপুরে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গাজীপুরে ট্রেনের ধাক্কায় ছিন্নিভিন্ন প্রাইভেটকার

গাজীপুর: গাজীপুরের ট্রেন-প্রাইভটেকার সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।  

রোববার (০৮ জানুয়ারি) সকালে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার রেলক্রসিংয়ে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে ৫জন নিহত হন।  

সোমবার (০৯ জানুয়ারি) সকালে তদন্ত কমিটি গঠনের বিষয়টি বাংলানিউজকে জানান বাংলাদেশ রেলওয়ের পাকশি বিভাগীয় ম্যানেজার অসীম কুমার তালুকদার।



তিনি বলেন, কালিয়াকৈরের গোয়ালবাথান রেলক্রসিং এলাকায় প্রাইভেটকারের সঙ্গে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে একই পরিবারের ৪জনসহ মোট ৫ জন নিহত হন। এঘটনা তদন্তের জন্য পাকশি বিভাগীয় প্রকৌশলী-২ মো. আসাদুল হককে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) মো. কামরুজ্জামান, পাকশি বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও মেডিকেল অফিসার পরিতোষ চক্রবর্তী।

আগামী ১৩ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।    

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
আরএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।