ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার বেজগাতী মোড়ে ট্রাকের ধাক্কায় আবু তালেব (২৮) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ পাঁচ জন।

সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের বেজগাতী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের আব্দুল গনি সেখের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) চাঁদ আলী বাংলানিউজকে জানান, বাগবাটী থেকে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী একটি অটোরিকশাকে বিপরীত দিকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আবু তালেবের মৃত্যু হয়।

এ ঘটনায় অটোরিকশা চালক ঘোড়াচড়া এলাকার শফিকুল ইসলাম ও আরো চার যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।