ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উন্নয়ন মেলা উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
উন্নয়ন মেলা উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা উন্নয়ন মেলা উপলক্ষে বগুড়ায় শোভাযাত্রা

বগুড়া: ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগানকে সামনে রেখে বগুড়ায় তিন দিনব্যাপি উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে।

সোমবার (০৯ জানুয়ারি) বেলা ১০টার দিকে বগুড়া জিলা স্কুলের সামনে থেকে বর্ণাঢ্য এ শোভাযাত্রা বের করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি শহরের সাতমাথা, থানারোড ও নবাববাড়ী রোড হয়ে আবার জিলা স্কুলের সামনে ফিরে আসে।

শোভাযাত্রায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এমপি আব্দুল মান্নান, জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন, জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী আনওয়ার আহমেদ, জেলা তথ্য কর্মকর্তা মজিবর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকারসহ সরকারি- বেসরকারি ও এনজিওসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

সরকারের বহুমুখি উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে বগুড়া জিলা স্কুল মাঠে তিন দিনব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।

বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এমবিএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।