ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সন্তানকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
সন্তানকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় ডালিয়া হালিম ডলি নামে এক নারীর মৃত্যু হয়েছে। সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফেরার পথে এ মর্মান্তিক মৃত্যু হয় তার।

সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইনে দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় মারা যান ডলি।

তিনি সন্তানকে মতিঝিলের একটি স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফিরছিলেন।

তার স্বামী খিলগাঁওয়ের গোড়ান এলাকার বাসিন্দা আব্দুল মান্নান মোল্লা। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ডলির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানান এসআই।

বাংলাদেম সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।