ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১২ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
১২ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

ঢাকা: সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে আগামী ১২ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্রে এমনটাই জানা গেছে।

ওই দিন সন্ধ্যায় এই ভাষণ হতে পারে, যা বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন-রেডিও সরাসরি সম্প্রচার করবে।

ভাষণে প্রধানমন্ত্রী বিগত সময়ের অর্জন ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।


 
পাঁচ জানুয়ারি ২০১৪ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করে। বিরোধীদল হয় জাতীয় পার্টি। ওই বছর ১২ জানুয়ারি শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।