ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
জয়পুরহাটে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

জয়পুরহাট: জয়পুরহাটে তিন দিনব্যাপী জেলা উন্নয়ন মেলা শুরু হয়েছে।

মেলা উপলক্ষে সোমবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে স্থানীয় সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-অ্যাডভোকেট সামসুল আলম দুদু এমপি, জেলা প্রশাসক আব্দুর রহিম, পুলিশ সুপার রশীদুল হাসান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী।

তিন দিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ৫০টি স্টলের মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম প্রান্তিক পর্যায়ে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।