ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবানে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
বান্দরবানে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু বান্দরবানে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

বান্দরবান: সারাদেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৭।

জেলা প্রশাসন আয়োজিত এ মেলা উপলক্ষে সোমবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে আলোচনা স‍ভার আয়োজন করা হয়।

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বনিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুফিদুল আলম, সিভিল সার্জন উদয় শংকর চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন প্রমুখ।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এবারের মেলায় বিভিন্ন সরকারি দপ্তর প্রায় অর্ধশতাধিক স্টলে বিগত আট বছরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।