ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

সিরাজগঞ্জ: উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

সোমবার (০৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. হাবিবে মিল্লাত মুন্না।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবু ইউসুফ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান বাংলানিউজকে জানান, তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে ৮৭টি স্টল বসানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।