ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
ময়মনসিংহে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু  প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন মেলার উদ্বোধন করেন ভিডিও কনফারেন্সে। ছবি: অনিক খান

ময়মনসিংহ: ‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ এ স্লোগান নিয়ে ময়মনসিংহে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

সোমবার (০৯ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

নগরীর সার্কিট হাউজ জিমনেশিয়ামে এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

তিন দিনব্যাপী এ উন্নয়ন মেলা শেষ হবে আগামী ১১ জানুয়ারি। এ মেলা উপলক্ষে  নগরীর সার্কিট হাউজ জিমনেশিয়ামে ৭৪টি স্টল স্থান পেয়েছে। মেলার প্রতিটি স্টলেই ছিল মানুষের সরব উপস্থিতি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এমএএএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।