ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে উন্নয়ন মেলা উপলক্ষে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
ময়মনসিংহে উন্নয়ন মেলা উপলক্ষে র‌্যালি উন্নয়ন মেলা উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি। ছবি: অনিক থান

ময়মনসিংহ: ‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ এ স্লোগান নিয়ে উন্নয়ন মেলা উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৯ জানুয়ারি) সকালে র‌্যালির উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মেজবাউল হক।

এ সময় র‌্যালিটি নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সার্কিট হাউজ জিমনেশিয়ামে এসে শেষ হয়।

এতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটুসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এমএএএম/‌এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।