ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
চাঁদপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

চাঁদপুর: সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. দীপু মনি।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার শামসুন্নাহার, মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী।  

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আবু সালেহ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।  

মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, ব্যাংক, বীমা ও স্বেচ্চাসেবী সংগঠনের ৪৮টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ