ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কল্পনা চাকমা অপহরণকারীদের গ্রেফতার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
কল্পনা চাকমা অপহরণকারীদের গ্রেফতার দাবি কল্পনা চাকমা অপহরণকারীদের গ্রেফতার দাবি, ছবি শাকিল

ঢাকা: কল্পনা চাকমা অপহরণকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

সোমবার (০৯ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে এ দাবি জানান তারা।

সামাবেশে বক্তারা বলেন, ১৯৯৬ সালের ১২ জুন নিজ বাসভবন থেকে কল্পনা চাকমা অপহৃত হন।

এর সঙ্গে জড়িত লেফটেন্যান্ট ফেরদৌস সালেহ আহমেদ ও নুরুল হক গ্রেফতারে বারবার দাবি জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

পার্বত্য চট্টগ্রামে যে সেনা শাসন চলছে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।  

হিল উইমেন্স  ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- ছাত্র ফেডারেশনের সভাপতি ফয়সাল মাহমুদ,  জাতিমুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক  ফয়জুল হাকিম লালা,  পিসিপির সাধারণ সম্পাদক রিয়েল ত্রিপুরা  প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।