ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাসিরনগরের ঘটনায় গ্রেফতারকৃত অা'লীগ নেতা দু’দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
নাসিরনগরের ঘটনায় গ্রেফতারকৃত অা'লীগ নেতা দু’দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হামলার ঘটনায় গ্রেফতারকৃত 'উস্কানিদাতা' আওয়ামী লীগ নেতা সুরুজ আলীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন অাদালত।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হামলার ঘটনায় গ্রেফতারকৃত 'উস্কানিদাতা' আওয়ামী লীগ নেতা সুরুজ আলীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন অাদালত।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন।



সুরুজ আলী উপজেলার চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি।  

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে সুরুজ আলীকে অাদালতে সোপর্দ করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এর অাগে রোববার রাত ৮টার দিকে চাপরতলা গ্রাম থেকে সুরুজ অালীকে গ্রেফতার করে ডিবি পু্লিশ।

ব্রাহ্মণবাড়িয়া কোর্ট ইন্সপেক্টর মো. মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, রিমান্ড আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্র ও অাসামি পক্ষের অাইনজীবীদের যুক্তিতর্ক শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।