ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা অধ্যক্ষের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা অধ্যক্ষের মৃত্যু

বরিশাল: বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছেন।

নিহত আ. ওহাব মোল্লা (৫০) পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুরের বাসিন্দা। তিনি উজিরপুর এ আর রব কমপ্লেক্স নূরানী মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে উজিরপুরের ইচলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানিয়েছেন, উজিরপুর থানা সদর থেকে মোটরসাইকেলে হস্তিসুন্ড যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উজিরপুর স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে রাত ১০টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ মোল্লা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বরিশালে মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত করাতে রাজি না হওয়ায় সূরতহাল শেষে মৃতদেহ রাত ১২টার দিকে নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
 
এমএস/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।