ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডোমারে সোয়েটার ফ্যাক্টরিতে আগুন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
ডোমারে সোয়েটার ফ্যাক্টরিতে আগুন

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডোমার উপজেলার একটি গার্মেন্টস ফ্যাকরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মালিক।  

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর ৫টার দিকে ডোমার পৌরসভার ১ নং ওয়ার্ডের মাদ্রাসাপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ওই গার্মেন্ট ফ্যাক্টরিতে আগুন লাগে।

স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ডোমার ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে সোয়েটার ফ্যাক্টরির ১০০টি মেশিন ও ৫ হাজার সোয়েটার পুড়ে ছাই হয়ে গেছে।

এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত মালিক।

ডোমার থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।