ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মন্ত্রণালয়গুলোকে সমন্বয় করে কাজ করার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
মন্ত্রণালয়গুলোকে সমন্বয় করে কাজ করার আহ্বান ডিএনসিসি মেয়র আনিসুল হক/ ছবি- রানা

ঢাকা: মন্ত্রণালয়গুলোকে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে বনানী রেলস্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় তিনি এ আহ্বান জানান।

মেয়র বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য সিটি করপোরেশনকে কষ্ট করতে হয়।

তারা অবৈধ স্থাপনা নির্মাণ করেন আর আমরা সেগুলো ভাঙ্গি। এটা হতে পারে না। সব মন্ত্রীদের অনুরোধ করবো, আপনারা ডিএনসিসির সঙ্গে সমন্বয় করে কাজ করুন।

তিনি অভিযোগ করে বলেন, অনেক মন্ত্রণালয়ের নিচের দিকের লোকজন এমন অনেক কাজ করেন যা উপর মহল জানেই না, যেসব কাজগুলো সরকারের ভাবমূর্তি নষ্ট করে।  এদের আইনের আওতায় এনে বিচার করা উচিত। বনানীতে উচ্ছেদ অভিযান

উপস্থিত রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, রেলওয়ের জায়গায় সমন্বয় না করে ডিএনসিসি অভিযান চালাতে পারে না। আমরা নিয়ম মেনে এসব লিজ দিয়েছি।  

উত্তরে মেয়র বলেন, এ বিষয়ে মন্ত্রী ও সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন আপনি কাজ করেন, আমরা সহযোগিতা করবো।

এ সময় ফুটপাতের ওপর চুলা ও সিঁড়ি থাকায় কয়েকটি রেস্টুরেন্ট বন্ধ করে দেন মেয়র। বলেন, একমাস ধরে এসব অবৈধ স্থাপনা ভেঙে ফেলতে বলা হচ্ছে। কিন্তু এরা কথা শুনে না।  

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এমএইচকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।