ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, অপরজনের ১৪ বছরের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
গাইবান্ধায় ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, অপরজনের ১৪ বছরের জেল

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক কিশোরীকে (১২) অপহরণের পর ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন ও অপর এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ দণ্ডাদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত হাসানুর রহমান ওরফে হাসানুজ্জামান (২২) জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত ধোপাডাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত আব্দুর রাজ্জাক (৩২) জেলার সাদুল্যাপুর উপজেলার পশ্চিম কেশালীডাঙ্গা গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম শফিক জানান, ২০১২ সালের ১১ অক্টোবর সঙ্গী আব্দুর রাজ্জাককে নিয়ে এক কিশোরীকে সুন্দরগঞ্জ থেকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যান হাসানুর।

সেখানে মেয়েটিকে ধর্ষণ করেন তারা। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ তিনদিন পর চট্টগ্রাম থেকে ওই কিশোরীকে উদ্ধার করে এবং ওই দুই যুবককে গ্রেফতার করে। পরে তদন্ত শেষে ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার বিকেলে বিচারক এ দণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।