ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বুড়িচং সীমান্তে গণপিটুনিতে বাংলাদেশি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
বুড়িচং সীমান্তে গণপিটুনিতে বাংলাদেশি নিহত

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল সীমান্তে ভারতীয়দের গণপিটুনিতে জসিম উদ্দিন (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পতাকা বৈঠক শেষে শংকুচাইল সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তার মরদেহ হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

এর আগে বুধবার ভোরে শংকুচাইল সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার নম্বর ২০৬৩ সংলগ্ন নো-ম্যানস ল্যান্ডের কাছে ভারতের জনগণ ডাকাত সন্দেহে জসিমকে পিটুনিতে দিলে তিনি গুরুতর আহত হন।

এ অবস্থায় বিএসএফ তাকে উদ্ধার করে স্থানীয় বক্সনগর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

পরে বিকেল ৪টায় শংকুচাইল সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়। এসময় তার মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

নিহত জসিম উদ্দিন পাশের জেলা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের ইব্রাহিমের ছেলে।

তার ছোট ভাই নুরে আলম জানান, বিজিবি জসিমের মরদেহ তাদের কাছে হস্তান্তর করেছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।