ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রাক চাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
গোপালগঞ্জে ট্রাক চাপায় নিহত ১

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে মুসা সিকদার (৪৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুর এলাক‍ায় এ দুর্ঘটনা ঘটে। মুসা সিকদার কাশিয়ানী উপজেলার খারের হাট গ্রামের ইদ্রিস সিকদারের ছেলে।

আহতরা হলেন- মো. তরিবুর শেখ (৫০), রেজাউল শেখ (৪২) ও শাহাদৎ খা (৪৫)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বাংলানিউজকে জানান, সকালে মুসা ‍ভ্যানে করে তিন যাত্রী নিয়ে জেলা সদরে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থাললেই মুসা নিহত হন।

আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।