ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

দারিদ্র্য বিমোচনে ভেড়া পালন শীর্ষক কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
দারিদ্র্য বিমোচনে ভেড়া পালন শীর্ষক কর্মশালা ‘দারিদ্র্য বিমোচনে ভেড়া পালন’ শীর্ষক কর্মশালা

সাভার (ঢাকা): সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) সম্মেলন কক্ষে ‘দারিদ্র্য বিমোচনে ভেড়া পালন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে ভেড়া পালনের প্রচারণা বৃদ্ধি করতে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী।

কর্মশালায় তিনি বলেন, খাসির মাংসের পাশাপাশি ভেড়ার মাংস আমিষের চাহিদা পূরণে একটি বড় ভূমিকা রাখতে পারে। এজন্য আমাদের ভেড়ার মাংসকে ভেড়া বলেই বিক্রি করতে হবে, খাসি বলে নয়। প্রচারণা কম বলে মানুষ ভেড়া পালনে আগ্রহী হচ্ছে না।

ভেড়া শুধুমাত্র আমিষের চাহিদাই নয়, ভেড়ার পশম দিয়ে কম্বল, চাদর এমনকি ব্লেজারের কাপড়ও তৈরি হচ্ছে। ভেড়া প্রতি বছর দু’বার বাচ্চা দিয়ে থাকে।

সার্বিক দিক বিবেচনা করে ভেড়া পালন খুবই লাভজনক বলেও মনে করেন তিনি।

বিএলআরআই’র মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহারের সভাপত্বিতে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. একে ফজলুল হক ভুইয়াসহ প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।