ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সেনা এলপিজি প্লান্ট ও সেনা সিমেন্টের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
সেনা এলপিজি প্লান্ট ও সেনা সিমেন্টের উদ্বোধন সেনা এলপিজি প্লান্ট ও সেনা সিমেন্টের উদ্বোধন

বাগেরহাট: বাগেরহাটের মংলায় সেনা এলপিজি প্লান্ট ও সেনা সিমেন্ট ফ্যাক্টরির উদ্বোধন করেছেন সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে মংলায় সেনা কল্যাণ সংস্থার এ নতুন ব্র্যান্ডের দু’টি পণ্যের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান, সেনা এলপিজি ও সেনা সিমেন্ট প্রকল্প পরিচালক কর্নেল মোহা. নুরুল ইসলাম।

সেনা এলপিজি প্লান্ট
সেনা কল্যাণ সংস্থার অন্যতম প্রকল্প মংলা সিমেন্ট ফ্যাক্টরির অত্যাধুনিক ইউরোপিয়ান প্রযুক্তি নির্ভর নতুন তৃতীয় ইউনিটে ‘সেনা সিমেন্ট’ ব্র্যান্ড ও এসকেএস এলপিজি প্লান্ট ‘সেনা এলপিজি’ ব্র্যান্ডের উদ্বোধন করতে মংলা আসেন সেনা প্রধান ও সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান জেনারেল আবুল বেলাল মোহাম্মদ শফিউল হক।

বাংলাদেশ সময়: ১১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।