ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

‘অপরাধী যতো বড়ই হোক, আইন সবার জন্য সমান’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
 ‘অপরাধী যতো বড়ই হোক, আইন সবার জন্য সমান’ না'গঞ্জের আলোচিত সাত খুনের মামলায় রায় ঘোষণার পর পিপি ওয়াজেদ আলী খোকন বলেছেন/ছবি-বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় রায় ঘোষণার পর পাবলিক প্রসিকিউশন (পিপি) ওয়াজেদ আলী খোকন বলেছেন, ‘অপরাধ অপরাধই, সে যেই করুক। সংবিধান সবার জন্য সমান। আইনের ওপরে কেউ নয়’।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা ০৫ মিনিটে মামলার রায়ে প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর নূর হোসেন ২৬ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং ৩৫ আসামির বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত।

রায়ের এ আদেশ পাওয়ার পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন পিপি।

ওয়াজেদ আলী খোকন বলেন, ‘দেশের আইন বিভাগ যে স্বাধীন তা আবারো প্রমাণিত হলো। আমার ওপর আমি কোনো চাপ অনুভব করিনি। তাই মাত্র ৮ মাসের মধ্যে ১০৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে একটি সুন্দর রায় উপহার দিতে পেরেছি’।

খোকন বলেন, ‘নূর হোসেন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে যে, তারা খুনের আগে ও পরে র‍্যাবকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যই হোক, আর অন্য কেউই হোক, আইন ও বিচারের আওতায় সবাইকেই আসতে হবে। কেউ অপরাধ করে পার পাবেন না। এ রায়ে বাদীদের পাশাপাশি আমি ও আমরাও খুশি হয়েছি’।

রায়ে র‌্যাব-১১’র চাকরিচ্যুত সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব.) মাসুদ রানাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন এমন আরও ১৩ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এরা হচ্ছেন- এসআই পূর্ণেন্দু বালা, হাবিলদার এমদাদুল হক, কনস্টেবল শিহাব উদ্দিন, আরওজি-১ আরিফ হোসেন, ল্যান্সনায়েক হীরা মিয়া, বেলাল হোসেন, সৈনিক আবদুল আলীম, সিপাহী আবু তৈয়্যব, সিপাহী আসাদুজ্জামান নূর, সৈনিক মহিউদ্দিন মুন্সী, সৈনিক আলামিন শরীফ, সৈনিক তাজুল ইসলাম ও সার্জেন্ট এনামুল কবির।

মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন নূর হোসেনের ৯ সহযোগী ভারতে গ্রেফতারকৃত সেলিম, সানাউল্লাহ সানা, শাহজাহান, জামাল উদ্দিন, মোর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দীপু, রহম আলী ও আবুল বাশার।

বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া ৯ জনও র‌্যাবের বরখাস্তকৃত কর্মকর্তা ও সদস্য। তাদের মধ্যে কনস্টেবল হাবিবুর রহমানকে ১৭ বছর, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই কামাল হোসেন, কনস্টেবল বাবুল হাসান, কর্পোরাল মোখলেসুর রহমান, ল্যান্স কর্পোরাল রুহুল আমিন ও সিপাহী নুরুজ্জামান ১০ বছর এবং এএসআই বজলুর রহমান ও হাবিলদার নাসির উদ্দিনকে ৭ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  

দণ্ডপ্রাপ্ত ৩৫ জন আসামির মধ্যে নূর হোসেনসহ গ্রেফতারকৃত ২৩ জন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে রায় শোনেন। বাকি ১২ আসামি পলাতক রয়েছেন।

সাত খুনের ঘটনায় দায়ের করা দু’টি মামলাকে একটি হিসেবে গ্রহণ করে রায় দেন আদালত। সংক্ষিপ্ত রায়ে শুধুমাত্র আসামিদের সাজা ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ রায়ে বিস্তারিত উল্লেখ থাকবে বলেই এ সময় জানান বিচারক।

**না’গঞ্জ ৭ খুনে ২৬ জনের ফাঁসি

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭ 

এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।