ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
বগুড়ায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

বগুড়া: শিক্ষা ক্যাডারের বিরাজমান সমস্যা সমাধান ও জাতীয়করণে প্রক্রিয়াধীন কলেজ শিক্ষকদের নন-ক্যাডার করার দাবিতে বগুড়ায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলন হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন আয়োজিত হয়। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা ইউনিটের সভাপতি প্রফেসর সামস-উল-আলম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

সামস-উল-আলম বলেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শিক্ষা ক্যাডারের স্বার্থ ও মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর। কলেজ জাতীয়করণে শিক্ষানীতি-২০১০ এর পরিপূর্ণ প্রতিফলন দেখতে চাই। সমিতির নেতারা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে বিষয়টি লিখিতভাবে তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
 
তিনি আরও বলেন, কার্যকর উদ্যোগ গ্রহণ করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। মাউশি থেকে খসড়া নীতিমালা পঠালেও এখনো পর্যন্ত এ বিষয়ে উল্লেখ করার মতো কোনো অগ্রগতি নেই।

প্রফেসর সামস-উল-আলম ‌বলেন, আমাদের দাবি ন্যায্য। এ থেকে পিছু আসার কোনো সুযোগ নেই। কারণ শিক্ষা ক্যাডারের অস্তিত্ব প্রশ্নের মুখে। তাই বিষয়টি দ্রুত সমাধান করতে হবে।
 
বিষয়টি সমাধান না হলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষে ১৫ হাজার সদস্যকে সঙ্গে নিয়ে লাগাতার কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না বলেও হুঁশিয়ারি দেন এই শিক্ষক নেতা।
 
এ সময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিতি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এমবিএইচ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।