ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

২টি পেট্রোল বোট কোস্টগার্ডকে হস্তান্তর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
 ২টি পেট্রোল বোট কোস্টগার্ডকে হস্তান্তর কোস্টগার্ডের কাছে ওই দু’টি বোট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর

ঢাকা: নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নির্মিত দু’টি হারবার পেট্রোল বোট (এইচপিবি) ‘এইচপিবি বুড়িগঙ্গা’ এবং ‘এইচপিবি শীতলক্ষ্যা’কে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) কোস্টগার্ডের কাছে ওই দু’টি বোট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।

এছাড়া অন্যান্যের মধ্যে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর শেখ আরিফ মাহমুদসহ নৌবাহিনী এবং কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ডেসটিনি শিপ বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবনির্মিত এইচপিবি বোট দু’টির প্রতিটি ১৮ মিটার দৈর্ঘ্য ও পাঁচ দশমিক ৫১ মিটার প্রস্থ বিশিষ্ট যা মেরিন গ্রেড অ্যালুমিনিয়াম দ্বারা নির্মাণ করা হয়েছে। প্রতিটি বোট ঘণ্টায় ২৫ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম।

আধুনিক ও উন্নতমানের সরঞ্জাম দ্বারা সজ্জিত বোট দু’টি বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পথে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে দেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলে নিয়মিত টহল প্রদান, চোরাচালান প্রতিরোধসহ সমুদ্র সম্পদের নিরাপত্তা এবং দুর্যোগ পরবর্তী সময়ে বিভিন্ন উদ্ধার কার্য ও ত্রাণ বিতরণে সহায়ক ভূমিকা রাখবে।

বোট দুটি নির্মাণের সব ধরনের কার্যক্রম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান ব্যুরো ভ্যারিটাসের (বিভি) সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭

এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।