ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

উচ্ছেদ অভিযানের পরই বসেছে দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
উচ্ছেদ অভিযানের পরই বসেছে দোকান উচ্ছেদের পরও ফুটপাতে হকার

ঢাকা: রাজধানীর মতিঝিলে একদিকে চলছে উচ্ছেদ অভিযান আর অন্যদিকে দোকান নিয়ে বসেছেন হকাররা। পুনর্বাসনের ব্যবস্থা না করে সিটি করপোরেশনের এ উচ্ছেদ অভিযান মানতে নারাজ হকাররা।

রোববার (১৫ জানুয়ারি) থেকে ফুটপাতের হকারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

উচ্ছেদের ধারাবাহিকতায় সোমবার (১৬ জানুযারি) সকাল থেকে উচ্ছেদ অভিযান চললেও সিটি করপোরেশনের কর্মকর্তারা চলে যাওয়ার পর হকারদের আবারও বসতে দেখা গেছে।

মতিঝিলে আসলাম নামে এক হকার বলেন, সিটি করপোরেশন আমাদের পেটে লাথি মারছে। সরকার এবং সিটি করপোরেশন তো শুধু বসে বসে নিয়ম তৈরি করে। তারা তো আমাদের ব্যবসা করার কোনো ক্ষেত্র তৈরি করছে না।

এদিকে যতোদিন ফুটপাতের রাস্তা হকার মুক্ত না হবে ততোদিন অভিযান চলবে বলে জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট দেবাশিষ নাগ বাংলানিউজকে বলেন, আমরা উচ্ছেদ অভিযানে এসে অল্প সংখ্যক হকার পেয়েছি। হকারদের চৌকিগুলো ফুটপাতে পড়ে ছিল। আমরা চৌকিগুলো নষ্ট করে দিয়েছি যেন তারা আর ফুটপাতে বসতে না পারে।

তিনি আরো বলেন, উচ্ছেদ অভিযানে সোমবার সিটি করপোরেশনের দু’টি টিম কাজ করছে। গুলিস্তানে অভিযান শেষে আবার মতিঝিলে অভিযান চলবে বলে জানান তিনি।
 

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
ওএফ/আরআর/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।