ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
নাটোরে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার নাটোরে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নাটোর: নাটোরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ১১ মামলার আসামি মো. হাসুকে (২৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) সদস্যরা।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে র‌্যাব এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শহরের কান্দিভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

হাসু ওই এলাকার আলম হোসেনের ছেলে।

র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হাসু কান্দিভিটা এলাকায় অবস্থান করছেন, এমন খবর পেয়ে র‌্যাব-৫ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

হাসুর বিরুদ্ধে দু’টি ওয়ারেন্টসহ চাঁদাবাজি, অপহরণ, ছিনতাই, মারপিট ও হত্যা চেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।