ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

‘সুযোগ পেলে পথশিশুরাও জাতীয় দলে খেলতে পারবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
‘সুযোগ পেলে পথশিশুরাও জাতীয় দলে খেলতে পারবে’

ঢাকা: সুযোগ পেলে পথশিশুরাও জাতীয় ক্রিকেট দলে খেলতে পারবে। তারা সবাই যোগ্য এবং সক্ষম। সমাজের সবার উচিৎ তাদের জন্য সুযোগ সৃষ্টি করা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পথশিশু পুনর্বাসন কার্যক্রম এবং বেসরকারি উন্নয়ন সংস্থা অপরাজেয় বাংলাদেশ’র যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক ক্রিকেট টুর্নামেন্ট শেষে এ পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, পথশিশুদের পুনর্বাসনের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে। এর অংশ হিসেবে ঢাকাতে চালু করা হয়েছে শেল্টার হোম। এসব শেল্টার হোমে শিশুদের থাকা-খাওয়া, বিনোদন ও শিক্ষা কার্যক্রমের সুবিধা রয়েছে।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পথশিশু পুনর্বাসন কার্যক্রমের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন।

ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা শহরের প্রায় ১৪টি শেল্টার হোমের শিশুরা ১৪টি দলে বিভক্ত হয়ে অংশ নেয়। এরমধ্যে দু’টি মেয়ে শিশুর দলও রয়েছে।  

ঢাবির জগন্নাথ হলের খেলার মাঠে সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিম বেগম এনডিসি। ছেলে শিশুদের ডিআইসি বয়েজ শেল্টার হোম চ্যাম্পিয়ন হয়। আর মেয়ে শিশুদের মধ্যে চ্যাম্পিয়ন হয় বস্তি শিক্ষা কেন্দ্র।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।