ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
চান্দিনায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা চান্দিনায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা পৌরসভার তুলাতলী মৌলভী বাড়ি এলাকায় ‘এবি হিউম্যান কেয়ার’ নামে বিনামূল্যে স্বাস্থ্য সেবার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারী) সকালে ‘মানবতার সাথে চলা’ এ স্লোগানে ফাতেমা-রহিম ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের উদ্যোগে এ স্বাস্থ্য সেবার উদ্বোধন করা হয়।

অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ড. আজহারুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান, পৌর কাউন্সিলর দুলাল মিয়া, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, এফআর ফাউন্ডেশনের পরিচালক রেজাউল করিম, সাংবাদিক রনবীর ঘোষ কিংকর প্রমুখ।

প্রতি সোমবার সকাল ৯টা থেকে সারাদিন এলাকার মানুষকে চিকিৎসা সেবা দেবে এবি হিউম্যান কেয়ার। চিকিৎসার সব ব্যয় বহন করবে ফাতেমা-রহিম ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জনুয়ারি ১৬, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।