শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
এরআগে, বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) গুলিতে শিমুলের আহত হওয়ার সংবাদ শোনামাত্র স্বাস্থ্যমন্ত্রী তাকে দ্রুত বগুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।
শোকবার্তায় তিনি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে বাকিদেরও আইনের আওতায় আনা হবে।
মোহাম্মদ নাসিম মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহতায়ালার দরবারে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪,২০১৭
এমএন/এএটি/পিসি