ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ক্যান্সার সচেতনতায় রাজধানীতে দৌড় প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
ক্যান্সার সচেতনতায় রাজধানীতে দৌড় প্রতিযোগিতা ক্যান্সার দিবস উপলক্ষে রাজধানীতে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত/ছবি-বাংলানিউজ

ঢাকা: বিশ্বজুড়ে ৪ ফেব্রুয়ারি পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীতে দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে হিমু পরিবহন নামে একটি সংগঠন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে দৌড় শুরু হয়।

পরে প্রতিযোগীরা দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা ধরে টিএসসি ঘুরে শামসুন্নাহার হলের পাশ দিয়ে আবার শহীদ মিনারে এসে জড়ো হয়।

ক্যান্সার সচেতনতা বিষয়ক এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট কার্টুনিস্ট ও ‘উন্মাদ’ পত্রিকার সম্পাদক আহসান হাবীব।

উদ্বোধনী বক্তব্যে আহসান হাবীব বলেন, ক্যানসার সম্পর্কে সচেতনতার জন্য এ দৌড়ের আয়োজন একটি ভালো উদ্যোগ। আমাদের সবার উচিৎ নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারা যায় ক্যান্সার সম্পর্কে সবাইকে সচেতন করা।

তিনি বলেন,  হুমায়ূন আহমেদের স্বপ্ন ছিলো ক্যান্সার চিকিৎসার জন্য একটি আধুনিক হাসপাতাল করা। যাতে করে দেশের মানুষ ক্যান্সারের ভালো চিকিৎসা পাই। আমরা অবশ্যই তার এই স্বপ্ন পূরণ করার চেষ্টা করবো।

এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দৌড়ে অংশ নেন। এছাড়া এতে বিশেষ করে কয়েকজন ক্যান্সার আক্রান্ত রোগীও অংশ নেন।

দৌড়ে আরও উপস্থিত ছিলেন রম্যলেখক মহিউদ্দিন কাউসারসহ হিমু পরিবহনের সদস্যরা।

সবশেষে দৌড়ে অংশ নেওয়াদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এমএ/এএটি/পিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।