শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে ফেরি কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
ভোরে ঘন কুয়াশায় নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।
ফেরির ইনচার্জ আবু আলম বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে যাওয়ার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এরপর আটকে পড়া ফেরিগুলো গন্তব্যে পৌঁছায়।
তবে চার ঘণ্টা ফেরি পারাপার বন্ধ থাকায় উভয়ঘাটে কিছু যানবাহন আটকা পড়েছে। ধীরে ধীরে আটকে পড়া গাড়ির চাপ কমতে শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এজি/এসআই