ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রানা প্লাজার অস্থায়ী বেদিতে জর্জ মাভরিকসের শ্রদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
রানা প্লাজার অস্থায়ী বেদিতে জর্জ মাভরিকসের শ্রদ্ধা রানা প্লাজার অস্থায়ী বেদিতে জর্জ মাভরিকসের শ্রদ্ধা

সাভার, ঢাকা: সাভারে ধসে পড়া রানা প্লাজায় নিহত ও আহত শ্রমিকদের স্মরণে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (ডব্লিউএফটিইউ) সাধারণ সম্পাদক জর্জ মাভরিকস।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে তিনি রানা প্লাজার সামনে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রানা প্লাজার নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ডব্লিউএফটিইউ’র সাধারণ সম্পাদক জজ মারবীকজ রানা প্লাজার নিহত ও আহত শ্রমিকদের পরিবারের খোঁজ-খবর নেন। বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন।

এর আগে, তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।